সাদা রঙের সমাজ চাই

 সাদা রঙের সমাজ চাই

তানবীর আহমেদ 




আমি একটা সাদা রঙের সমাজ চাই!

যে সাদায় থাকবেনা কোনো দাগ, 

থাকবেনা অন্য রঙের বালাই।

যেথায় সাদা ছাড়া অন্য কিছুর অস্তিত্ব নাই।

আমি এমন সাদা একটা সমাজ চাই।


আমার সাদা সমাজে,

সাদা মনের মানুষ চাই।

উন্নত মগজ চাই,

যেথায় কোনো ভেদাভেদ নাই।

এমন একটা সাদা রঙের সমাজ চাই।


যেই সাদা সমাজে থাকবেনা অন্ধকার, 

মুছে যাবে সকল গ্লানি, 

থাকবেনা অহংকার!

থাকবেনা খুন,

রাহাজানি আর বলাৎকার।

আমার তেমন একটা সাদা সমাজ চাই।


এমন একটা সাদা সমাজ চাই,

যেই সমাজে আগুন পোড়ায় না,

জল ডুবায় না,

মানুষ মানুষকে কাঁদায় না।

তেমন সাদা কোথায় পাই?

আমার এমন একটা সাদা রঙের সমাজ চাই।

Post a Comment

0 Comments