অবলা বান্ধব পর্ব - ১
তানবীর আহমেদ
সেইদিন মজুমদার বাবু কইলো নারী হইতাছে অবলা প্রাণী। আমি তারে জিগাইলাম কেমনে নারী অবলা হইলো? মজুমদার বাবু কইলো নারী হইলো কোমলমতী, তারে অবলা কমুনা তো কি কমু?
আমি তারে কইলাম এই অবলায় দুই শত ষাইট্টা হাড্ডি ভাঙ্গনের যন্ত্রনা সহ্য কইরা আপনের মতন মজুমদার জন্ম দিছে। তারপরেও কইবেন নারী অবলা!
মজুমদার বাবু বিব্রত হইয়া কইলো আপনি আসলেই একটা " অবলা বান্ধব "।
তারপর থেইক্কা সবাই আমারে "অবলা বান্ধব" কইয়াই ডাকে। আমিও কাউরে কিছু কইনা, শুধু বুঝাইয়া দেওনের চেষ্টা করি আমি অবলা বান্ধব হইলেও নারী অবলা না
0 Comments