গরীব
তানবীর আহমেদ
গরীব কাকে বলে?
কেমন করে গরীব হলে?
অর্থকরী কম হলে,
সমাজ তাদের গরীব বলে।
কেমন করে গরীব হলাম?
জন্মগতই গরীব ছিলাম!
পারলে আমি ধনীই হতাম,
রুই-কাতলা, চিংড়ি খেতাম!
সমাজ লোকের সালাম নিতাম।
চার চাকাতে ঘুরতে যেতাম।
গরীব বলে,
ছলে বলে-
অনেক কথাই মানুষ বলে!
যেমন তেমন,
আমার জীবন!
শুনছি কথা যখন-তখন!
গরীব লোকের মুখের কথা,
সবার কাছেই যথাতথা!
টাকা পয়সা কয় যে কথা!
আমার কিসের মাথা ব্যথা?
গরীব ঘরে জন্ম আমার,
নেই তো আমার বিশাল খামার!
না হয় আমি হলাম চামার!
হলাম নাহয় মুচি, কামার।
আমি না হয় গরীব হলাম,
পান্তা-ভাত আর মরিচ খেলাম!
ধনীর আছে টাকার পাহাড়,
নানান রঙের নানান বাহার।
আমার তাতে কি আসে যায়?
নুন আনতেই পান্তা ফুরায়!
গরীব আমি যাবই কোথায়?
দিন কেটে যায় যেথায় সেথায়!
গরীব শুধু আমি নাকি?
গরীব অনেক দেখতে বাকি!
কেউ যে হলো টাকায় গরীব,
কেউবা আবার সুখের গরীব!
আছে অনেক দীক্ষা গরীব,
কারোর আবার মগজ গরীব!
এদিক সেদিক সবাই গরীব,
আমি কি আর একাই গরীব!
0 Comments