বন্ধু শিবল রায়
তানবীর আহমেদ
আমার বন্ধু শিবল রায়, মেলা শিক্ষিত। বিলাত থিক্কা পাশ করা। মেলা বছর পরে তার লগে আমার দেখা। ইস্কুলে থাকতে তারে আমরা রাম শিবল ডাকতাম। একবার এক রাম ছাগল বন্দু শিবলেরে তাড়া করছিলো। তারপর থিক্কা তার নাম রাম শিবল হইয়া যায়। তবে তারে অহন আর অই নামে ডাকন যাইবনা। কত বড় শিক্ষিত অইছে, কথায় কথায় ইংরেজি বাবুগর মতন ইংরেজি কয়। ওরে অহন বাবু শিবল বলা ডাই ভালো হইবো। যাই হওক, শিবল বিয়া করতে চায়। মাইয়া দেখতাছে তার পূজনীয় পিতা মাতায়। কিন্তু শিবলের মাইয়া পছন্দ হয়না। মাইয়া শিক্ষিত হইলে বয়স বেশি, বয়স কম হইলে দেখতে খারাপ, দেখতে ভালা হইলে বাপ মার টাকা পয়সা কম। শিবল পরছে মহা বিপদে। শিবলের অবস্তা দেইখা বুঝতে পারলাম বন্ধু শিবল আইজো রাম শিবলই আছে, বাবু শিবল আর হইতে পারেনাই। তবে এই শিবল আমারে একটা জিনিস শিখাইছে এইটা হইলো, খালি বড় পাস দিলেই উন্নত মগজ পাওয়া যায়না।
0 Comments