আমি মানুষ নই
তানবীর আহমেদ
ওহে নারী-
আমি কবি নই!
কামুক মস্তিষ্কে বন্দী, ওগো!
প্রেমিক আমি নই!
শুনছো নারী?
তোমার নেত্রে আমি তৃপ্ত নই!
নগ্ন দেহে তৃপ্তি যেন,
নারী আমি প্রেমিক নই।
জানো নারী,
তোমার দেহের ভাঁজে নগ্ন কেনো হই?
কারণ নারী লম্পট আমি,
মানুষ তো আর নই!
নারী,তোমায় পণ্য ভেবে,
পুরুষ আমি বন্য!
কারণ তোমার সৃষ্টি হলো,
এই পুরুষের জন্য।
জানো নারী,
কেনো তুমি এই সমাজে ভোগ্য?
কারণ নারী,
পুরুষ নয়তো মানুষ হবার যোগ্য!
কবে নারী তোমায় আমি,
ডাকবো মানুষ বলে?
যেদিন পুরুষ,
মানুষ হবে পুরুষতন্ত্র ভুলে।
0 Comments