একটি মেয়ে

 একটি মেয়ে

তানবীর আহমেদ 



একটি মেয়ে

তানবীর আহমেদ 


একটি মেয়ে

হঠাৎ করে,

আগুন জ্বালায়,

অন্ধকারে! 


সেই আগুনে

আলোক ছড়ায়,

এদিক সেদিক,

দিক বেদিকে!


সেই আলোতে

চোখ খোলাতে,

হারিয়ে গেলো,

সকল কালো!


হঠাৎ করেই

দেখলো মেয়ে,

চুপটি করে

নীরব চোখে!


আলোর কাছে

হারলো কালো,

তবু আলোর

নিচেই কালো!


ভাবলো মেয়ে

আপন মনে,

নামবে এবার,

রণাঙ্গনে!


এক চোখে তার,

সূর্য হাসে,

আরেক চোখে

মশাল জ্বলে! 


রণাঙ্গনে

নামলে মেয়ে,

দেখতা পেলো

সবাই কালো!


একলা মেয়ে

একলা হয়ে,

নিজের গায়েই

আগুন জ্বালে!


সেই আগুনের

অগ্নিপাতে,

হারিয়ে গেলো

আঁধার কালো!


যুদ্ধ শেষে

বুঝলো মেয়ে,

রক্ত স্নানে

ঐকাতনে!


নিজের গায়েই

আঁধার কালো,

ছাড়তে হলে

আগুন জ্বালো!

Post a Comment

0 Comments