ভালোবাসা তাকে চায়
তানবীর আহমেদ
সেদিনের সন্ধ্যাতে,
দেখা হলো রাস্তাতে!
আলিতে গলিতে,
পাশে পাশে চলিতে,
তোমারই হাসিতে,
চায় মন ভাসিতে!
কত কিছু বলিতে,
মন চায় তোমাতে!
কত কথা মনে মনে,
আসে শুধু ক্ষণে ক্ষণে,
ভাবি শুধু নির্জনে,
বলবো যে কানে কানে,
জানেনাতো জনে জনে!
চেয়ে দেখো মেঘ পানে,
ভাবি আমি আনমনে,
তুমি আমি কাশবনে!
তোমাকে যে ভালোবাসি,
সেই নিয়ে হাসাহাসি!
বলে কেউ বেশি বেশি,
হয়েগেলো মেশামিশি!
ভাবি আমি দিবানিশি,
হলে হোক রেষারেষি!
তবু আমি বেশি বেশি,
তোমাকে যে ভালোবাসি।
প্রেমে পরে আমি হায়,
কত কি যে হয়ে যায়,
সময় যে বয়ে যায়,
ফুল ফুটে ঝরে যায়,
ভাষাহীন আমি হায়,
এই মন তোকে চায়,
দিনে দিনে দিন যায়,
ভালোবাসা তাকে চায়।
0 Comments