অতৃপ্ত আত্মা
তানবীর আহমেদ
আমি চির বিপ্লবী,
এক অতৃপ্ত আত্মা!
আমি পুঁজিবাদী সব প্রচলিত প্রথা
মানিনা,
কভু মানবোনা।
আমি চির বিপ্লবী,
এক অতৃপ্ত আত্মা!
আমি প্রথাবিরোধী,
আমি স্রোতের বিপরীতে বয়ে আসা,
এক নষ্ট তরীর মাঝি।
আমি দূর্বার,
আমি ধারি নাকো কারো ধার!
আমি ক্ষণজন্মা,
পুঁজিবাদ মোরে নাম দিয়েছে-
ফকির-বেজন্মা!
আমি আলোর পথে করি যাত্রা,
আমি মসজিদ,
আমি মন্দির,
আমি গির্জা কিংবা পেগোডা!
আমি চির বিপ্লবী,
এক অতৃপ্ত আত্মা!
আমি ক্ষুদ্র ,
হই আপমান,
তবু অর্থে করিনা আহ্বান!
আমি করিনা তাহারে কুর্নিশ,
দেইনা তাহারে সেলাম।
আমি পুঁজিবাদীদের লৌহকপাট,
করে দেবো খানখান!
আমি সত্য,
আমি যুক্তি,
আমি অন্ধের দেশে আয়না বেঁচে,
খুঁজে ফিরি শুধু মুক্তি!
গোঁজামিলে দেয়া সংস্কার বাণী,
আমি কভু শুনবনা!
পুঁজিবাদ মোরে নাম দিয়ে দিলো,
ফকির-বেজন্মা!
আমি চির বিপ্লবী,
এক অতৃপ্ত আত্মা!
0 Comments