উক্তি - ১৯


নাহ, আমি তো মানুষ নই।

আমি তো শুধু একটি শরীর মাত্র। 

আমি তো সেই সেই কবেই মরে গেছি,

যেদিন আমার উপর হওয়া প্রথম অত্যাচারের প্রতিবাদ

আমি করিনি।


                                              - তামান্না তানহা দিনা



Post a Comment

0 Comments