ছন্দ ছাড়া লিখবনা
তানবীর আহমেদ
আমার তো ছন্দ না মিললে তৃপ্তি আসেনা।
মনে হয় সকাল বেলার রোদ হাসেনা।
হাসেনা শিউলি, বকুল, চম্পা, বেলি আর হাসনাহেনা।
জানো, আমার ছন্দ না মিললে তৃপ্তি আসেনা।
আমার ছন্দে থাকেনা ভালোবাসা,
থাকেনা নদীর কুল কুল ধ্বনি!
গাছের ডালে পাখিরা কিচির মিচির ডাকেনা!
আমার যে ছন্দ না মিললে তৃপ্তি আসেনা।
আমার ছন্দে পাবে ক্ষুধার কাতরতা!
হাহাকার, নৈরাজ্য, অরাজকতা।
আরো পাবে অন্ধকার, কুসংস্কার, হানাহানি!
দিনশেষে আরো পাবে ধর্ষিতা নারীর ক্রন্দন, সমাজের চেতনা।
জানোইতো, আমার ছন্দ না মিললে তৃপ্তি আসেনা!
আসবেই বা কেনো?
ছন্দ মিলালে তো মন্দ লাগেনা।
টাইফুন, ঘূর্ণিঝড় কিংবা সুনামিও আসেনা!
তবে কেনইবা ছন্দে আমি লিখবনা?
ছন্দ ছাড়া যে আমার তৃপ্তি আসেনা।
0 Comments