অমানুষের মৃত্যু
তানবীর আহমেদ
আমি চির নিগৃহীত,
অবহেলিত,
বিচলিত,
নইতো সমাদৃত!
সমাজ আমায় করেছে দ্বিধান্বিত!
হয়েছি তোমাদেরই মাঝে
সমাধিত।
কেউ কাঁদেনি,
হইনি কারো চোখের দু'ফোটা অশ্রুর কারণ।
হইনি কারো রাতের আকাশে জ্বলজ্বল করা ফানুস।
আমি ধরনীর বুকে মরে যাওয়া একমাত্র অমানুষ।
আমার পরিবার পরিজন আমি হীনে উল্লাসে মাতে,
আমার বিয়োগে তাদের মনে জাগে অফুরান আনন্দ।
কারণ, আমার জন্যে তাদের মনের তালা বন্ধ।
তারাও কাঁদেনি, ফেলেনি দু'ফোটা অশ্রুজল।
কারণ আমি অমানুষ, আমি এক বিষাক্ত ফল।
আমার প্রেমিকাও সেদিন অভিমান করে ছিলো।
বলেছিলো মরে যাও!
রাগে তার গাল দুটো মনে হচ্ছিলো সদ্য ফেঁটে যাওয়া এক এটম বোমা।
সেও কাঁদেনি, ফেলেনি দু'ফোটা অশ্রুজল।
হয়তো সেও বলছিলো,
হাঁফ ছেড়ে বেঁচেছিলো,
বলেছিলো, অমানুষ টা মরে গেলো!
যাক ভালই হলো।
0 Comments