আলো চাই
তানবীর আহমেদ
প্রতিবাদে অপবাদ,
সবকিছু বরবাদ!
যদি বলো সত্য,
অপমান নিত্য!
হবে তুমি বেয়াদব,
অসভ্য যতসব!
মুখে মুখে তর্ক?
ঘাড় তেড়া মূর্খ!
ঠোঁটকাটা হলে ভাই,
পরিবারে কথা নাই!
লোকে করে নিন্দা,
কাল যায় মন্দা!
সমাজেতে ঠাঁই নাই,
একা আমি হয়ে যাই!
প্রেমিকাও বোঝেনা,
তেতো কথা সাজেনা!
অসহায় আমি তাই,
কোথা যাই, কোথা যাই?
তবু আমি বলে যাই,
মিছে কিছু বলিনাই!
ভয় নাই ভয় নাই,
সততার ক্ষয় নাই।
আঁধারে যে আলো নাই,
আলো চাই, আলো চাই।
আছে যত প্রথা তথা,
তাতে কার মাথা ব্যথা?
আমি যদি বলি কিছু,
কথা শুনি মাথাপিছু।
তবু আমি বলে যাই,
ভয় নাই, ভয় নাই!
কেনো আমি বলবোনা?
শুনবোনা কারো মানা!
সমাজের বাহানা,
মানবোনা, মানবোনা!
যদি কভু মরে যাই,
ক্ষমা করে দিও ভাই!
তবু আমি বলে যাই,
সততার ক্ষয় নাই।
আঁধারেতে আলো নাই,
আলো চাই, আলো চাই।
0 Comments