আমি কে? আমি জানিনা!

 আমি কে? আমি জানিনা!

তানবীর আহমেদ 




আমি কে? 

আমি জানিনা!

আমার ভালো কেনো কিছু লাগেনা?

আমি এই সমাজের,

সমাজপ্রথা মেনে নিতে কেনো পারিনা?

আমি কে? 

আমি জানিনা!


আমি কষ্ট, 

আমি বেদনা!

আমি ভালো কেনো কিছু দেখিনা!

আমি সমাজ লোকের,

মনের মাঝে অব্যাক্ত এক যাতনা।

আমি কে?

আমি জানিনা!


আমি সাইক্লোন, 

আমি বন্যা!

আমি ধর্ষিত নারীর কান্না!

আমি পুরুষতন্ত্রে বেড়ে ওঠা

এক পরাধীন রাজকন্যা!

আমি কে?

আমি জানিনা! 


আমি হিটলার, 

আমি রাজাকার!

আমি লুটপাট করি বারবার।

আমি আগুনের মাঝে,

ভীষণ তাপে,

জ্বলে পুড়ে হই ছারখার!

আমি কে?

আমি কবেকার?


আমি দরকারে,

করি অপকার!

আমি ভালো মন্দ করতে পারা,

একমাত্র অবতার!

আমি কালো কাপড়ের,

চোখ বাঁধা এক গণতান্ত্রিক সরকার।

আমি কে? 

আমি কবেকার?


আমি নম্রুদ,

আমি বেদুইন,

আমি এই সংসারে যতদিন,

আমি ধ্বংসের মাঝে সুখ খুঁজে পাই, 

প্রতিদিন, যেনো প্রতিদিন।

আমি এই সংসারে কতোদিন?

আমি ততোদিন যেনো ততোদিন।


আমি কারাগার,

আমি হাহাকার! 

আমি বিতারিত হই বারবার!

আমি নরখাদকের

নোখের আঁচড়ে

বারে বারে করি চিৎকার!

আমি কার? 

আমি কবেকার?


আমি ঘুষখোর,

আমি বাটপার,

আমি টাকার কালো পাহাড়!

আমি ইট পাথরের

বিশাল বাড়িতে সততার হাহাকার!

আমি কার?

আমি কবেকার!


আমি হিংস্র,

আমি বন্য,

আমি নইতো তোমারি জন্য!

আমি হইনি কখনো ধন্য!

আমি হিংস্র, 

আমি বন্য!


আমি কে?

আমি জানিনা!

সমাজ আমাকে চেনেনা!

আমি সমাজ লোকের মাঝেই বাঁচি, 

সমাজ কি তা বোঝেনা?

আমি কে? 

আমি জানিনা!

কেউতো আমাকে চেনেনা!

আমি তোমার মাঝেই বসত করি 

তুমিইও হয়তো জানোনা!

Post a Comment

0 Comments