ভুলিনাই

 ভুলিনাই

তানবীর আহমেদ 



দিন দিন প্রতিদিন 

যায় দিন যায় দিন,


কতদিন? কতদিন?

কেটে গেলো বহুদিন।


প্রয়োজনে প্রিয়জন,

করে কতো আয়োজন! 


যার যত প্রয়োজন,

সেই হয় মহাজন!


যত সব গঞ্জনা,

আছে যত লাঞ্ছনা!


আমি যত যন্ত্রণা,

করি শুধু জল্পনা!


তবে কেনো বন্দনা?

চাইনা যে সান্তনা!


আমি নই সেই জন,

যে তোমার প্রিয়জন!


তবে কেনো মিছে মিছে,

ভালোবেসে ডাকো কাছে!


দূরে আছি, ভালো আছি!

ভাবছো কি ভুলে গেছি?


আমি কভু ভুলবনা,

ভুলতে যে পারবনা!


তুমি ছিলে দিনে রাতে,

অতিশয় নিভৃতে!


তুমি ছাড়া আমি হায়,

মৃতপ্রায় মৃতপ্রায়! 


কি করে যে ভুলে যাই?

ভুলিনাই ভুলিনাই।

Post a Comment

0 Comments