মায়া

 মায়া

তানবীর আহমেদ 




সেদিন ছিলো শুক্রবার, বিকেল বেলার গাড়ি।

ট্রেনের টিকিট কেঁটে আমি যাবো মামার বাড়ি! 

প্ল্যাটফর্ম ধরে হাঁটছি আমি নাক বরাবর ঐ,

খুঁজছি আমার মামার বাড়ির ট্রেনটা গেলো কই?

চলতে গিয়ে পাশের ট্রেনের জানালায় গেলো চোখ,

দেখলাম এক বিষাদ চোখের শ্যামলা মেয়ের মুখ।

মায়ায় ভরা চোখ দুটো তার, ঠোঁটে মুচকি হাসি

শ্যামা মেয়ের জন্য আমি, বরণ করবো ফাঁসি!

ঝক ঝকা ঝক, ঝক ঝকা ঝক ট্রেন ছেরে দিলো ঐ,

আমি বোকা একলা একা বাইরে দাড়িয়ে রই!

হঠাৎ করেই খেয়াল হলো, যাবো মামার বাড়ি!

ক্ষণেক আগেই ট্রেনের সাথে হয়ে গেলো ছাড়াছাড়ি। শ্যামলা মেয়ের চোখের মায়ায় হারিয়ে গিয়ে আমি, বুঝতে পেলাম মায়ার বাঁধন সবচেয়ে বেশি দামী।

Post a Comment

0 Comments