বেকার ছেলে
তানবীর আহমেদ
বেকার ছেলে, বেকার ছেলে!
যাচ্ছো কোথায় এই বিকেলে?
যাচ্ছিলাম ঐ গলির মোড়ে, বন্ধু দু'জন আসবে বলে।
আড্ডাবাজি গল্প চলে,
সময় নষ্ট বন্ধু এলে!
চা নাস্তায় খরচ হলে?
টাকা কি আর গাছে মেলে!
বুঝবে কবে বেকার ছেলে?
বাবার হোটেল আছে বলে,
দিব্বি জীবন যাচ্ছে চলে!
তোমার সাথের অনেক ছেলে,
ছাড়িয়ে গেলো তোমায় ফেলে!
বুঝবে কবে বেকার ছেলে?
চেষ্টা আমি করছি মশাই,
চাকরি গুলো করছি যাচাই।
মনের মত চাকরি যে নাই!
পারলে আমি হতাম কশাই।
একটা শুধু চাকরি যে চাই
বেকার ছেলে নামটা ঘুচাই!
বেকার ছেলে, বেকার ছেলে
রাগ করলে, নাকি কষ্ট পেলে?
তোমার জন্য সুযোগ হলে,
করবো কিছু দু'হাত মেলে।
এবার বলো বেকার ছেলে,
কি খাওয়াবে চাকরি হলে?
একি হলো বেকার ছেলে!
ভাসছো কেনো চোখের জলে?
চাকরি কি আর সবার মেলে?
চাকরি ছাড়াও জীবন চলে।
শুনছো নাকি বেকার ছেলে?
একটু দেখো চোখটি মেলে!
শুনে দেখো কর্ণ খুলে,
তোমায় নিয়ে গল্প হলে,
ছন্দে ছন্দে কাব্য হলে!
কেমন হবে বেকার ছেলে?
0 Comments