দাম্ভিকতা ও জ্ঞান
তানবীর আহমেদ
দাম্ভিকতা ও জ্ঞান পাশাপাশি থাকতে পারেনা। জ্ঞান মানুষের চিন্তার বিস্তৃতি ঘটায়, আমাদের মার্জিত করে তোলে, অপরের সাথে সদ্ব্যবহার করতে শেখায়। অপরকে বুঝতে এবং বোঝাতে আগ্রহি করে তোলে।যে ব্যাক্তি দাম্ভিকতায় নিজের পরিচয় ফুটিয়ে তোলে, তাকে যা কিছুই বলেন না কেন, জ্ঞানী বলা যায়না।
দাম্ভিকতা ব্যাপার টা আমাদের কথার মাধ্যমেই প্রকাশ পায়, আমরা হয়তো নিজেকে তখন খুবি জ্ঞানী ভাবি। প্রকৃত অর্থে তা জ্ঞানশূন্য মস্তিষ্কের প্রমান।
0 Comments